Posts

লক্ষ্মীপুরে ক্ষমতার দাপটে

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গডফাদার হতে চান স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবুল আনসারী PUBLISHED: 24/10/2019, নিজস্ব প্রতিবেদক : বাবুল আনসারী স্বেচ্ছাসেবক লীগের নেতা। ১৭ বছর সৌদিআরবে ছিলেন। সৌদিআরব থেকে ফিরে এসে দীর্ঘদিন ছিলেন বেকার। এরপর স্থানীয় আওয়ামীলীগ নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে বনে যান আওয়ামীলীগার। হঠাৎ করে চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের মত গুরুত্বপূর্ণ পদ ভাগিয়ে নেন তিনি। ক্ষমতাসীন দলের অন্যতম এই সহযোগী সংগঠনের থানা কমিটির পদ ভাগিয়ে নেয়ার পর থেকে তিনি এলাকায় নানা অপকর্মের মাধ্যমে প্রভাব বিস্তার শুরু করেন। স্থানীয়দের অভিযোগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল আনসারী বিলুপ্ত সন্ত্রাসী দিদার বাহিনীর সদস্যদের নিজের সহযোগী বানিয়ে অবাধে মাদক কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছেন এলাকায়। খোঁজ নিয়ে জানা গেছে, বাবুল আনসারী লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের ছোট ভল্লবপুর গ্রামের মোহাম্মদ সায়েদের ছেলে। তার অন্যতম সহযোগী খায়রুল বারী মিঠু ও কামাল মৃধা নিহত শীর্ষ সন্ত্রাসী দিদার বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। তাদের দুজনের বিরুদ্ধেই হত্যা ও পুলিশের সঙ্গে গোলাগুলিসহ অন্তত ১

জামায়াত নেতারা নির্দেশ ছিল।

Image
জামায়াত নেতারা নির্দোষ! ——এস কে সিনহা জামাত নেতারা ছিলো হাসিনার প্রধান টার্গেট, দেলু রাজাকার কিভাবে সাঈদী হয় জানিনা, তবে তারা আমার ঘাড়ে বন্দুক রেখে রায় নিয়েছে। এস কে সিনহা ” সাবেক প্রধান বিচারপতি সিনহা বলেন। জামাত নেতাদের সব রায় সরকার পক্ষের কেউ একজন লিখে দিতো আমার কাজ ছিল পড়ে শোনানো। এ ছাড়া বেশি বলবো না। তবে এটি বলতে পারি জামাত নেতাদের উপর করা অভিযোগের কোন প্রমান ছিলোনা।

ডঃ এড্রিক বেকার এর মূল লক্ষ্য ছিল খৃষ্টবাদ প্রচার, সেবা নয়!

Image
ডাঃ এড্রিক বেকারের মুল লক্ষ্য ছিল খৃস্টীয় মতবাদ প্রচার,সেবা নয় ========= ইত্যাদিতে প্রচারকৃত  ডাঃ এড্রিক বেকারের টাঙ্গাইল মধুপুর বনে কাইলাকুড়ি স্বাস্থ্য পরিচর্চা কেন্দ্র (ক্রিস্টিয়ান মিশনারি হসপিটাল )   প্রতিবেদন নিয়ে মিডিয়া সরগরম। বাংলাদেশী ডাক্তারদের আবারো ভিলেন বানিয়ে সাদা চামড়ার বিদেশীর প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে সবাই। যার আড়ালে এই সত্য অপ্রকাশিত থেকে যাচ্ছে যে ডাঃ এড্রিক বেকারের প্রতিষ্ঠিত হাসপাতাল ক্রিশ্চিয়ান মিশনারীর মাধ্যমে পরিচালিত হাসপাতাল । যে মিশনারীর মুল লক্ষ্য হল ধর্মান্তরিত করে খৃস্টান বানানো । সেখানে সেবার মাধ্যমে স্থানীয় উপজাতিদের মধ্যে খ্রিস্টান ধর্মের প্রচার লক্ষণীয়। ডাঃ এড্রিক বেকার যে এলাকায় কাজ করত তা ছিল উপজাতি অধ্যুষিত এলাকা। আর মিশনারী চার্চগুলো এসব এলাকাতেই বেশি দেখা যায়। যাদের কাজই হল ধর্মান্তকরন করা। যে হাসপাতাল সে চালাত প্যারামেডিকেল দিয়ে। এমিবিএস ডাক্তারগন স্বেচ্ছায় সেখানে কাজ করতে চেয়েও তার অনুমতি  পেতনা।https://tinyurl.com/uc29obu জানি ,অনেকেই বিশ্বাস করতে চাইবেননা। কিন্তু বাস্তবতা কারো অবিশ্বাসের ধার ধারেনা। সত্য, চিরকাল সত্যই। আপনারা খেয়াল ক